New Update
/anm-bengali/media/media_files/OnBSWHA2tIfz3FEhvvtY.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার ব্রাত্য বসুকে নিশানা করলেন তরুণজ্যোতি তিওয়ারি।
/anm-bengali/media/media_files/2025/04/24/ivLp9xiSxTRFfHcKBeA3.png)
তিনি ট্যুইট করে বলেছেন, "সরকারি বা বেসরকারি কোন নিয়োগ তৃণমূলের কোন নেতা ঠিকঠাক করতে পারেনি। ব্রাত্য বসু আরো ব্যর্থ। একটা ঠিকঠাক ড্রাইভার পর্যন্ত নিয়োগ করতে পারেনি। ব্রাত্য বসুর driver নিয়োগের ব্যাপারে তদন্ত হওয়া প্রয়োজন"। তার এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
সরকারি বা বেসরকারি কোন নিয়োগ তৃণমূলের কোন নেতা ঠিকঠাক করতে পারেনি।
— Tarunjyoti Tewari (@tjt4002) May 21, 2025
ব্রাত্য বসু আরো ব্যর্থ।
একটা ঠিকঠাক ড্রাইভার পর্যন্ত নিয়োগ করতে পারেনি।
ব্রাত্য বসুর driver নিয়োগের ব্যাপারে তদন্ত হওয়া প্রয়োজন। pic.twitter.com/m0rTodsX6r
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us