নিজস্ব সংবাদদাতা: আজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামীর জন্মদিন। তার জন্মদিনে তাকে প্রশংসা করে শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন, "দেবভূমি উত্তরাখণ্ডের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামী জিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনি অবশ্যই একজন দক্ষ প্রশাসক। আপনার দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি। আপনার একটি দুর্দান্ত বছর কাটুক"।
Warm Birthday Greetings to the Hon'ble Chief Minister of Devbhoomi Uttarakhand; Shri Pushkar Singh Dhami Ji. You certainly are an able Administrator. I pray for your long and healthy life. Have a great year ahead.