বড় খবর: বিতর্কের মধ্যেই এবার প্রধানমন্ত্রীর ডাকে সারা প্রাক্তন প্রধানমন্ত্রীর

নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিতর্ক চলছে। তবে প্রধানমন্ত্রীর ডাকে সারা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া।  

author-image
Aniket
New Update
narendra modi.jpg

নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিতর্ক ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। নতুন সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোয় বিরোধীদের ক্ষোভের সম্মুখীন হচ্ছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই এই অনুষ্ঠানকে বয়কটের ডাক দিয়েছে কংগ্রেস, সিপিআই, তৃণমূল, শিবসেনা, ডিএমকে সহ ১৯ টি দল। এছাড়াও কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পরিবর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সংসদ ভবন উদ্বোধনকে স্বৈরাচারিতা বলে দাবি করছে বিরোধী দলগুলি। তবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সারা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডি(এস) সুপ্রিমো এইচডি দেবগৌড়া।

Ex-PM Deve Gowda to attend Parliament event: 'country's property…not BJP  office' | Latest News India - Hindustan Times

তিনি বলেছেন, "আমি নতুন সংসদ ভবনের উদ্বোধনে উপস্থিত থাকব। দেশের জনগণের করের টাকায় এই চমৎকার ভবনটি তৈরি করা হয়েছে। এটা দেশেরই। এটা বিজেপি বা আরএসএস-এর অফিস নয়"। রাজনৈতিক মতপার্থক্যকে সামনে রেখেই তিনি এই অনুষ্ঠানে অংশ নেওয়ার বার্তা দিয়েছেন। উল্লেখ্য, ইতিপূর্বে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে নিজের মত প্রকাশ করেছিলেন যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টির প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ইয়েদুগুড়ি সন্ধিন্তি জগন মোহন রেড্ডি। তিনি মতপার্থক্যকে পাশে রেখে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও শুভেচ্ছা জানান। তিনি বিরোধী সবকটি দলকেই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। প্রসঙ্গত, এই অনুষ্ঠানের বিরোধীতা করা দলগুলির প্রতি চরম নিন্দা জানিয়েছে এনডিএ। এনডিএ-এর তরফে এই সিদ্ধান্তকে গণতন্ত্রের অবমাননা বলে দাবি করা হয়েছে।