/anm-bengali/media/media_files/wHumDZQkYP1Erco6eojX.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ১৯৭৫ সালে আজকের দিনে ভারতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। কংগ্রেস আমলে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতে জরুরি অবস্থার ঘোষণা করেন। ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত টানা ২১ মাস চলেছিল এই জরুরি অবস্থা। ভারতীয় গণতন্ত্রের এই অন্ধকারাচ্ছন্ন দিককে সামনে এনে গান্ধী পরিবারকে নাম না করেই নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
/anm-bengali/media/media_files/1nxipUwkoRUoSS3x0Eq9.jpg)
তিনি বলেছেন, "১৯৭৫ সালের ২৫ জুন একটি পরিবার তার স্বৈরাচারী প্রবণতার কারণে দেশের মহান গণতন্ত্রকে হত্যা করে এবং জরুরি অবস্থার মতো কলঙ্ক আরোপ করে। যার নির্মমতা শত বছরের বিদেশী শাসনের অত্যাচারকেও পেছনে ফেলে যায়। এমন দুঃসময়ে সকল দেশ প্রেমিকদের প্রতি প্রণাম জানাই যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রচন্ড নির্যাতন সহ্য করে লড়াই করেছিলেন"।
25 जून 1975 को एक परिवार ने अपने तानाशाही प्रवृत्ति के कारण देश के महान लोकतंत्र की हत्या कर आपातकाल जैसा कलंक थोपा था।
— Jagat Prakash Nadda (@JPNadda) June 25, 2023
जिसकी निर्दयता ने सैकड़ों वर्षों के विदेशी शासन के अत्याचार को भी पीछे छोड़ दिया।
ऐसे कठिन समय में असीम यातनाएं सहकर लोकतंत्र की स्थापना के लिए संघर्ष करने…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us