বড় খবর: 'হত্যার সঙ্গে যুক্ত গান্ধী পরিবার'- জোরালো দাবি জেপি নাড্ডার

নাম না করেই গান্ধী পরিবারকে নিশানা করলেন জেপি নাড্ডা। তিনি বলেছেন, "গণতন্ত্রকে ১৯৭৫ সালে হত্যা করা হয়েছিল"। 

author-image
Aniket
New Update
e

File Picture

নিজস্ব সংবাদদাতা: ১৯৭৫ সালে আজকের দিনে ভারতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। কংগ্রেস আমলে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতে জরুরি অবস্থার ঘোষণা করেন। ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত টানা ২১ মাস চলেছিল এই জরুরি অবস্থা। ভারতীয় গণতন্ত্রের এই অন্ধকারাচ্ছন্ন দিককে সামনে এনে গান্ধী পরিবারকে নাম না করেই নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

k

তিনি বলেছেন, "১৯৭৫ সালের ২৫ জুন একটি পরিবার তার স্বৈরাচারী প্রবণতার কারণে দেশের মহান গণতন্ত্রকে হত্যা করে এবং জরুরি অবস্থার মতো কলঙ্ক আরোপ করে। যার নির্মমতা শত বছরের বিদেশী শাসনের অত্যাচারকেও পেছনে ফেলে যায়। এমন দুঃসময়ে সকল দেশ প্রেমিকদের প্রতি প্রণাম জানাই যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রচন্ড নির্যাতন সহ্য করে লড়াই করেছিলেন"।