/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: বারাণসীতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (BHU) এক পিএইচডি গবেষক ছাত্রীকে তাঁর ভাড়া করা ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃতার নাম ফিলিপ ফ্রান্সিসকা (২৭), যিনি রোমানিয়ার নাগরিক বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বারাণসীর গরবাসিটোলা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন ওই বিদেশি গবেষক। শনিবার সকালে তাঁকে সন্দেহজনক অবস্থায় মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/28/8u3IilkiHS3W1ASSQaqY.jpeg)
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইতিমধ্যেই বিষয়টি রোমানিয়ান দূতাবাসকে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফ্রান্সিসকা দীর্ঘদিন ধরে বারাণসীতে গবেষণার কাজে অবস্থান করছিলেন। তিনি এখানে ছাত্র ভিসায় ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে যুক্ত ছিলেন।
ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Uttar Pradesh: Varanasi Police say, "A PhD student of BHU, who was a Romanian national, was found dead in her rented room in Garwasitola area, under suspicious circumstances. The student has been identified as Philip Francisca (27). She was here on a student visa. Her body has…
— ANI (@ANI) September 13, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us