বড় খবর: বিরোধী জোটে আপ শেয়াল, কংগ্রেসের মন্তব্যে ভাঙছে জোট!

আপকে নিশানা করলেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত। ফলে জোটে আপের পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। 

author-image
Aniket
New Update
e

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিরোধী জোটে আপের অন্তর্ভুক্তির বিষয়ে মন্তব্য করে আপকে শেয়ালের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত। তিনি বলেছেন, "একটি জঙ্গলে যেখানে সিংহ এবং হাতি বাস করে, সেখানে শেয়ালও উপস্থিত থাকে। আমি তাদের (এএপি) এমনকি শেয়ালের সাথেও তুলনা করব না কারণ শেয়ালদেরও কিছু গুণ রয়েছে"। কংগ্রেসের সঙ্গে এখনও একাধিকবার আপের দ্বন্দ্ব সামনে আসছে। এই পরিস্থিতিতে জোট ভেঙে যাবে নাতো? প্রশ্ন উঠছে অনেকের মনেই।