New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতি ক্রমশই খারাপ হয়ে উঠছে। এই জলের তলায় ডুবেছে হরিদ্বার। এবার জলমগ্ন পরিস্থিতির মধ্যে হরিদ্বারের সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। হরিদ্বারের লাকসায় বন্যার জলের মধ্যে নেমে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
भारी बारिश, भूस्खलन और बाढ़ से जूझ रहे #उत्तराखंड में जिलों के प्रभारी मंत्री कहां हैं? यह सवाल गूंज रहा है। इस बीच, 75 वर्षीय पूर्व सीएम @harishrawatcmuk लक्सर, हरिद्वार के बाढ़ प्रभावित लोगों से मिलने पहुंचे। #uttarakhand#Flood#monsoonpic.twitter.com/MP57SBNIZ4
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us