বড় খবর: কংগ্রেসকে বড় প্রশ্ন বিজেপির

ইউনিফর্ম সিভিল কোড নিয়ে মন্তব্য করেছেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা। কংগ্রেসকে প্রশ্ন করেছেন তিনি।  

author-image
Aniket
New Update
congress bjp.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইউনিফর্ম সিভিল কোডকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তরজা বৃদ্ধি পাচ্ছে। এই বিষয় নিয়ে এবার বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা কংগ্রেসকে নিশানা করেছেন। তিনি বলেছেন, "ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) সংবিধানের বিধানে রয়েছে। ইউনিফর্ম সিভিল কোডও বিজেপির ইশতেহারের অংশ। কংগ্রেস কেনও এর বিরোধিতা করছে? আমি তা বুঝতে পারছি না। তারা ইউসিসিকে সংবিধানের একটি অংশ বানিয়েছিল এবং গোয়ায় এটি কার্যকর করার সময় ক্ষমতায় ছিল"।