বড় খবর: বিজেপি, 'সন্দেহ বাড়ছে', এবার বড় কংগ্রেস সাংসদ

এবার মণিপুর ইস্যুতে বিজেপিকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। 

author-image
Aniket
New Update
2

File Picture

নিজস্ব সংবাদদাতা: মণিপুর ইস্যু নিয়ে এবার মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তিনি বিজেপিকে নিশানা করেছেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে সন্দেহ বৃদ্ধির বিষয়ে নিজের মত জানিয়েছেন।

Gaurav Gogoi appointed AICC incharge of Tripura, Manipur - The Hindu

তিনি বলেছেন, "মণিপুরের দু'জন সাংসদ থাকা সত্ত্বেও, বিজেপি আজ তাদের কথা বলার সুযোগ দেয়নি। কংগ্রেস যেমন উত্তর-পূর্বের একজন প্রতিনিধিকে আজ বক্তা হওয়ার সুযোগ দিয়েছে, তেমনি তাদের (বিজেপি) উচিত ছিল উত্তর-পূর্ব থেকে তাদের সাংসদদের কথা বলতে বলা এবং রাজ্যের প্রকৃত পরিস্থিতি জানানো। এতে বোঝা যায় তারা মণিপুর ইস্যুকে উপেক্ষা করছে। এখন প্রধানমন্ত্রী সংসদে বক্তৃতা দেবেন কিনা, তা নিয়ে আমার সন্দেহ আছে"।