বড় খবর: চাষের জমিতে ভাল্লুক, সাতসকালে জমিতে গিয়ে চমকে গেল চাষিরা

লখিমপুরে চাষের জমিতে ভাল্লুক দেখা গেল। আচমকাই চমকে গেল চাষিরা। 

author-image
Aniket
New Update
m

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের লখিমপুর খেরির জাহান নগর গ্রামে আখের ফসলের ক্ষতি করছে একদল বানর। বানরদের প্রতিরোধ করতে এবার ভালুকের পোশাক ব্যবহার করল একজন কৃষক। যা দেখে সকালবেলা মাঠে চমকে গিয়েছিলেন অনেক কৃষকই।

s

ওই কৃষক জানিয়েছেন, ৪০ থেকে ৪৫ টি বানর এলাকায় ঘুরে ফসলের ক্ষতি করছে। কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও তারা কর্ণপাত করেনি বলে অভিযোগ করেছেন ওই কৃষক। তাই ৪ হাজার টাকা দিয়ে এই ভাল্লুকের পোশাক কিনেছেন বলে জানিয়েছেন গজেন্দর সিং।