/anm-bengali/media/media_files/9106DwlMStejwUHcGcay.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজস্থানে পুলিশের ওপর হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। রাজস্থানের উদয়পুরের মান্ডওয়া থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। মান্ডওয়া থানা এলাকায় একটি অভিযান চালাচ্ছিল পুলিশের দল সেই সময়েই পুলিশের ওপর হামলা হয়। একদল দুষ্কৃতী পুলিশের দলকে আক্রমণ করে বলে জানা যাচ্ছে। পুলিশের ওপর হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মান্ডওয়া এলাকায়। হামলার ফলে কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এলাকায় আরও পুলিশের দল এসে পৌঁছেছে। কারা হামলা চালিয়েছে এই বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানতে পারা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত জানা যাচ্ছে, রাজস্থানের উদয়পুরের মান্ডওয়া থানা এলাকায় পুলিশের দল যখন অভিযান চালাচ্ছিল। তখন একদল দুষ্কৃতী আচমকাই এসে তাদের ঘিরে ধরে এবং তাদের আক্রমণ করে।
Rajasthan | A police team was allegedly attacked by miscreants when they went for a raid in the Mandwa police station area of Udaipur.
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) April 27, 2023
More details are awaited pic.twitter.com/vflXZcrLNl
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us