বড় খবর: কেন্দ্রের পাশে দাঁড়ালেন আসাদউদ্দিন, তুলোধোনা করলেন বিরোধীকে

কেন্দ্রের পাশে দাঁড়ালেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। কফিন মন্তব্যের বিরোধিতা করেছেন তিনি। 

author-image
Aniket
New Update
Asaduddin Owaisi

নিজস্ব সংবাদদাতা: নতুন সংসদ ভবন ইস্যুতে এবার কেন্দ্র সরকারের হয়ে বার্তা দিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। আরজেডিয়ের কফিন মন্তব্যের বিরোধিতা করেছেন তিনি। প্রসঙ্গত, কেন্দ্র সরকারের পক্ষে নির্মিত নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে বিতর্ক চলছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোয় কেন্দ্র সরকারের বিরোধিতা করেছে ২১ টি বিরোধী দল। তবে এবার কেন্দ্রের নয়া সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করেছে আরজেডি। রাষ্ট্রীয় জনতা দলের তরফে রবিবার ট্যুইট করে কফিন এবং নতুন সংসদ ভবনের ছবি পাশাপাশি রেখে কটাক্ষ করা হয়েছে। যা নিয়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। আর আরজেডিয়ের এই মন্তব্যের বিরোধিতা করেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, "আরজেডিয়ের কোনও অবস্থান নেই। কফিন কেনও বলছেন, অন্য কোনও উদাহরণ দেওয়া যেত। এর মধ্যেও কিছু অ্যাঙ্গেল আনা হয়েছে। কখনও তারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, কখনও তারা বিজেপি থেকে বেরিয়ে আসা নীতীশ কুমারকে তাদের মুখ্যমন্ত্রী বানায়। ওদের এই সবকিছুই চলছে"।