/anm-bengali/media/media_files/LJodpxVdQns4P50dAgh3.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ওড়িশার বালেশ্বরে রেল দুর্ঘটনার দুই দিন পার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে। এবার এই বিষয়ে মুখ খুলেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দিকে একাধিক প্রশ্নবাণ ছুড়েছেন। তিনি বলেছেন, "এটা একটা বড় দুর্ঘটনা। অবহেলার কারণে এমনটি হয়েছে। রেলের দাবি নিরাপত্তাই তাদের অগ্রাধিকার, কিন্তু এত বড় দুর্ঘটনার পরেও দায় এখনও ঠিক করা হয়নি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত"। তিনি এই দুর্ঘটনার বিষয়ে সঠিক তদন্ত ও বিচার হবে কিনা সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
#WATCH | It's a big accident. This has happened due to negligence. Railways claim that safety is their priority but even after such a major accident, responsibility has not been fixed yet. Action should be taken against those responsible: Bihar Deputy CM Tejashwi Yadav on… pic.twitter.com/Mxj4RxX7aQ
— ANI (@ANI) June 4, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us