BREAKING: সেনা ও পুলিশের যৌথ অভিযানে মণিপুরে বিশাল উদ্ধার হল বিশাল অস্ত্রভাণ্ডার ! মিলল শতাধিক রাইফেল ও বিস্ফোরক

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ মণিপুর পুলিশ, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী (CAPF), সেনাবাহিনী এবং অসম রাইফেলস-এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হল মণিপুরের পাঁচটি উপত্যকা জেলার উপকণ্ঠ থেকে। উদ্ধার হওয়া অস্ত্রগুলির মধ্যে রয়েছে:

১. ১৫১টি এসএলআর (SLR) রাইফেল

২. ৬৫টি ইনসাস (INSAS) রাইফেল

৩. অন্যান্য প্রকারের ৭৩টি রাইফেল

৪. ৫টি কারবাইন গান

৫. ২টি এমপি-৫ (MP-5) গান

এবং আরও বহু যুদ্ধাস্ত্রের সামগ্রী ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 

Guns

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।