রাতেও সর্বোচ্চ শক্তি দিয়ে শত্রু নিধন করবে ভারতীয় সেনা ! ৬৫৮ কোটি টাকার চুক্তি সম্পন্ন করলো প্রতিরক্ষা মন্ত্রক

কি চুক্তি সম্পন্ন করলো প্রতিরক্ষা মন্ত্রক ?

author-image
Debjit Biswas
New Update
INDIAN ARMY

নিজস্ব সংবাদদাতা : ভারতীয় সেনাবাহিনীর জন্য এবার এক বড়সড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। ৭.৬২ x ৫১ মিমি অ্যাসল্ট রাইফেল (SIG 716-এর জন্য) এবং তার আনুষাঙ্গিক সরঞ্জামের জন্য 'নাইট সাইট (ইমেজ ইন্টেন্সিফায়ার)' সংগ্রহের জন্য এবার প্রায় ৬৫৯.৪৭ কোটি টাকা মূল্যের একটি চুক্তি স্বাক্ষরিত করা হয়েছে।

rajnath1

প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নাইট সাইটগুলি সৈন্যদের SIG 716 অ্যাসল্ট রাইফেলের দূরপাল্লার কার্যকারিতা সম্পূর্ণভাবে কাজে লাগাতে সাহায্য করবে। এই নাইট সাইটগুলি 'ইমেজ ইন্টেন্সিফায়ার' প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে। এটি তারার আলোতেও ৫০০ মিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে নিশানা করতে সক্ষম, যা বর্তমানে ব্যবহৃত প্যাসিভ নাইট সাইট (PNS)-এর তুলনায় অনেক উন্নত।