/anm-bengali/media/media_files/wFpzUhDlzchAlLzM7CdU.jpg)
নিজস্ব সংবাদদাতা : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। এরই প্রেক্ষাপটে বড় ঘোষণা করে দিলেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী। বড় সিদ্ধান্তের কথা জানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। কংগ্রেসের তরফে নির্বাচনী আবহে বড় উদ্যোগ নিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। রাজস্থানের মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করতে গৃহ লক্ষ্মী গ্যারান্টি দিচ্ছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী জানিয়েছেন,প্রতিটি পরিবারের একজন মহিলাকে বছরে এককালীন ১০,০০০ টাকা দেওয়া হবে। এদিকে ভোট আবহেই বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসিক ৫০০ টাকা দেওয়া হয় মহিলাদের। বছরে ৬০০০ টাকা। তবে কংগ্রেস ক্ষমতায় ফিরলে তবেই গৃহ লক্ষ্মী গ্যারান্টি স্কিম চালু হবে রাজস্থানে। সেই সঙ্গে অশোক গেহলট এও জানিয়েছেন যে ২০৩০ সালের মধ্যে রাজস্থানকে দেশের এক নম্বর রাজ্যে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন। এর জন্য নারীদের অবদান প্রয়োজন বলেও উল্লেখ করেছেন এক্স হ্যান্ডেলের বার্তায়।
मैंने ये निश्चय किया है कि 2030 तक राजस्थान को देश का नंबर 1 राज्य बनाना है।
— Ashok Gehlot (@ashokgehlot51) October 25, 2023
लेकिन ऐसा करने के लिए महिलाओं का योगदान जरूरी है।
इसके लिए आज @PriyankaGandhi जी ने राजस्थान की महिलाओं को आर्थिक तौर पर मजबूत बनाने के लिए एक नई पहल की है।
गृह लक्ष्मी गारंटी
हर घर में एक महिला को… pic.twitter.com/seZiak1CAF
/anm-bengali/media/post_attachments/XCDFCtssl3rtVHnKN8cG.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us