BREAKING : পুরীর মন্দিরের কর্মীরা অন্য কোনও মন্দিরে কাজ করতে পারবে না ! দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই বড় নির্দেশিকা জারি করলেন পুরীর সৌর মহাসৌর সভাপতি

কি নির্দেশিকা জারি করলেন পুরীর সৌর মহাসৌর সভাপতি ?

author-image
Debjit Biswas
New Update
PURI TEMPLE

নিজস্ব সংবাদদাতা : এবার পশ্চিমবঙ্গের দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন সৌর মহাসৌর সভাপতি, শ্রী পদ্মনাভ মহাসৌর। তিনি বলেন,''আমরা দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। বিশ্বের অনেক জায়গাতেই শ্রী জগন্নাথ মন্দির থাকতে পারে, কিন্তু মূল মন্দিরের সংস্কৃতি ও আচার-অনুষ্ঠান রক্ষা করা জরুরি। এক্ষেত্রে এখানকার (পুরীর) নিয়ম ও আচার-অনুষ্ঠানের বাইরে কিছু করা উচিৎ নয়।"

PURI TEMPLE

এরপর তিনি বলেন,''মূল মন্দিরের পূজা-পদ্ধতি ও অন্যান্য রীতিনীতি সম্পূর্ণই আলাদা। যদি সেই রীতিনীতি সর্বত্র প্রয়োগ করা হয়, তবে আসল মন্দিরের স্বাতন্ত্র্য হারিয়ে যাবে। তাই আমরা একটি পরামর্শ জারি করেছি যে, আমাদের পুরীর মন্দিরের কর্মীরা অন্য কোনও  মন্দিরে কাজ করতে পারবে না।"