বড় বিতর্ক: 'মানুষের ধর্মীয় অনুশীলন শেষ করতে হবে', এবার মন্তব্য বিজেপি নেতার

সনাতন ধর্ম নিয়ে উদয়নিধি স্টালিনের মন্তব্যের প্রেক্ষিতে এবার বার্তা দিয়েছেন কে আন্নামালাই। 

author-image
Aniket
New Update
Annamalai

File Picture

নিজস্ব সংবাদদাতা: সনাতন ধর্ম নিয়ে ডিএমকে নেতা উদয়নিধি স্টালিনের বক্তব্যের জেরে বড় বিতর্ক তৈরি হয়েছে। এবার এই বিষয়ে মন্তব্য করেছেন, তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই। তিনি ডিএমকে নেতাকে নিশানা করে বলেছেন, "যদি আপনাকে 'সনাতন ধর্ম' নির্মূল করতে হয়, তবে আপনাকে সমস্ত মন্দির এবং মানুষের অপরিহার্য ধর্মীয় অনুশীলন শেষ করতে হবে"।