BREAKING: আসামেও ল্যান্ড করতে পারবে সুখোই-রাফাল ! বড় পদক্ষেপ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা

কি বললেন হিমন্ত বিশ্ব শর্মা ?

author-image
Debjit Biswas
New Update
himanta biswa sharmaq1.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি আসামের মোরানে ভারত সরকার একটি অত্যাধুনিক জরুরি অবতরণ সুবিধা (Emergency Landing Facility) নির্মাণ করেছে। এই রানওয়েতে রাফাল ও সুখোইয়ের মতো যুদ্ধবিমানও সহজেই অবতরণ করতে পারবে। আজ এই বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন,''আমরা আশা করি, অক্টোবর মাসের মধ্যে এই অবতরণ সুবিধা পুরোপুরি চালু করা যাবে। আজ আমি এই প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছি এবং বিমানবাহিনী, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সঙ্গে এই বিষয়ে বৈঠকও করেছি।”

d