/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : চন্দন কুমার মিশ্র হত্যা মামলায় অভিযুক্ত নিশু খান,সম্প্রতি এক ভিডিও বার্তায় দাবি করেছেন যে, এই খুনের সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ যোগ নেই। তিনি বলেন,''আমার ভাই তৌসিফ এই খুনটা করার পর আমাকে জানায়। একথা শুনেই আমার আর মাথা কাজ করছিল না। কেন খুন করল, সেটা আমি জানি না, জিজ্ঞেসও করিনি। আমি তাকে আত্মসমর্পণ করতে বলেছিলাম। ও বলেছিল সোমবার আত্মসমর্পণ করবে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000066631.jpg)
এরপর তিনি আরও বলেন,''এটা ঠিক নয় যে এই খুনের পরিকল্পনা আমার বাড়িতে হয়েছে। আমরা দিল্লি যাওয়ার পরিকল্পনা করছিলাম, কিন্তু তার আগেই পুলিশ আমাদের ধরে ফেলে। অস্ত্র আইনের (Arms Act) মামলায় তৌসিফ আগেও গ্রেপ্তার হয়েছে। সম্প্রতি আমার হাতে যে বন্দুক দেখা গেছে,ওটা লাইসেন্সপ্রাপ্ত বন্দুক। আমার বাবা ওই বন্দুক রাখতেন। আমরা বিল্ডার কাম ব্যবসায়ী।"
#WATCH | Kolkata, West Bengal: Chandan Kumar Mishra murder case | Accused Nishu Khan says "... My brother Taushif informed me after he committed this crime. My mind stopped working after I learned this. I don't know the purpose of this murder; I didn't even ask him about it. I… pic.twitter.com/5pIpM3h5gk
— ANI (@ANI) July 20, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us