/anm-bengali/media/media_files/YrVE8u1uwlfOx7ISYnCG.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভারতের কাশ্মীরের পাহেলগাঁওয়ে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতের সোজা পদক্ষেপ, 'দুধ মাঙ্গে তো ক্ষির দেঙ্গে, কাশ্মীর মাঙ্গকে সন্ত্রাস কিয়ে তো দিয়া হুয়া জল ভি ছিন লেঙ্গে'। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে যুদ্ধ সম্ভাবনা ক্রমশই বাড়ছে। তবে ভারতের তরফ থেকে এখনও শান্তি বজায় রাখা হলেও, পাকিস্তানের স্বভাবে ভারতকে খোঁচানোর অভ্যাস বহু পুরোনো।
/anm-bengali/media/media_files/7lpdLQAjDidkB06YoQ7H.jpg)
সেইমত রাতে ফের ভারতের পেছনে লাগতে শুরু করে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৫-২৬ এপ্রিল রাতে, কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তান সেনাবাহিনীর তরফে বিভিন্ন পোস্ট থেকে বিনা উস্কানিতে গুলিবর্ষণ করা হয়েছে। ভারতীয় সেনারা যথাযথ জবাব দেয়। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পাকিস্তানের এই উস্কানিমূলক পদক্ষেপের পর ভারত-পাক যুদ্ধের সম্ভাবনা নিয়ে চিন্তা বাড়ছে বুদ্ধিজীবী মহলে।
On the night of the 25th-26th of April 2025, unprovoked small firing was carried out by various Pakistan Army posts all across the Line of Control in Kashmir. Indian troops responded appropriately with small arms. No casualties reported: Indian Army pic.twitter.com/B6lO5oldJ2
— ANI (@ANI) April 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us