New Update
/anm-bengali/media/media_files/1RSLsUvnW3Zx49QFv5LZ.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাজস্থানে রয়েছে উপনির্বাচন। এবার উপনির্বাচনে ৭ আসনের জন্য কংগ্রেসের হয়ে লড়াইয়ের মুখ ঘোষণা করল দল। ঝুনঝুনু আসনে কংগ্রেসের মুখ অমিত ওলা। রামগড় আসনে কংগ্রেস মুখ করেছে আরিয়ান জুবায়েরকে। দৌসায় দীনদয়াল বৈরওয়া হয়েছেন কংগ্রেসের মুখ। দেওলি-উনিয়ারায় কংগ্রেসের হয়ে মুখ হয়েছেন কস্তুর চাঁদ মীনা। খিনউসার কংগ্রেসের মুখ হয়েছেন রতন চৌধুরী। সালম্বার (এসটি) থেকে কংগ্রেসের মুখ হয়ে উপনির্বাচনে লড়াইয়ে মাঠে নামবেন শ্রীমতী রেশমা মীনা। চোরাসি (এসটি) থেকে কংগ্রেসের মুখ হয়ে নির্বাচনে লড়াই করবেন মহেশ রোট।
/anm-bengali/media/post_attachments/62e0ea5d-dd2.png)
Congress releases a list of 7 candidates for Rajasthan Legislative Assembly by-elections pic.twitter.com/bZpB320sTB
— ANI (@ANI) October 23, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us