বিগ ব্রেকিং: ১ জুলাই থেকে আর তৎকাল টিকিট কাটতে পারবেন না, যদি না করেন এই ব্যবস্থা- রেলমন্ত্রীর তরফে জানিয়ে দেওয়া হল

কি জানানো হল রেলমন্ত্রীর তরফে?

author-image
Aniket
New Update
trains.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে বড় বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আইআরসিটিসি-ওয়েবসাইট/অ্যাপের মাধ্যমে তৎকাল বুকিং করা আর সম্ভব হবে না, যদি আধার প্রমাণিত অনুমোদন নেওয়া না হয়। তিনি বলেছেন, "প্রকৃত ব্যবহারকারীদের জন্য তৎকাল টিকিটিং আরও সহজলভ্য করা হয়েছে।"

জানানো হয়েছে, "১ জুলাই ২০২৫ থেকে কার্যকর, আইআরসিটিসি-ওয়েবসাইট/অ্যাপের মাধ্যমে তৎকাল বুকিং শুধুমাত্র আধার প্রমাণিত ব্যবহারকারীদের জন্য অনুমোদিত। ১৫ জুলাই ২০২৫ থেকে ওটিপি ভিত্তিক আধার যাচাইকরণ হবে। পিআরএস কাউন্টার/অনুমোদিত এজেন্টদের (YTSK) তৎকাল বুকিং করার জন্য বুকিংকারী ব্যক্তির মোবাইলে OTP যাচাইকরণ পাঠাতে হবে। অনুমোদিত এজেন্টরা টিকিট চালু হওয়ার প্রথম ৩০ মিনিটের মধ্যে তৎকাল টিকিট বুক করতে পারবেন না"।