বিগ ব্রেকিং: পরলোক গমন করলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন

পরলোক গমন করলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

author-image
Aniket
New Update
PTI08_02_2025_000119B

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা নেতা শিবু সোরেন আজ প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে এবং বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

Shibu Soren Health Update: झारखंड के पूर्व मुख्यमंत्री शिबू सोरेन की हालत  गंभीर, वेंटिलेटर पर — Rashtra Bharat

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। শিবু সোরেন তিনবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন এবং আদিবাসী রাজনীতির এক মুখ্য স্তম্ভ হিসেবে পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে ঝাড়খণ্ডে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাজ্য সরকার শোকপ্রকাশ করে জানিয়েছে, তাঁর সম্মানে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে।