BIG BREAKING: বাড়ছে করোনা নিয়ে চিন্তা, রাতেই বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

করোনা নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, এখনই জানুন।

author-image
Aniket
New Update
Coronavirus-Shutterstock-CMS

File Picture

নিজস্ব সংবাদদাতা: করোনা ভাইরাস নতুন করে চিন্তা বৃদ্ধি করছে। তবে এবার এই বিষয়ে বার্তা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেছেন, "আমরা করোনা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। স্বাস্থ্য দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই যাতে করোনা পরিস্থিতি বাড়তে না পারে সেদিকে সরকার খেয়াল রাখবে"। এছাড়াও তিনি মারাঠা সংরক্ষণের বিষয়েও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা করা সবার কাজ। আমরা যা করছি তা সবার সামনে। আমরা যা বলি তাই করি। আমাদের সরকার সংবেদনশীল। আমাদের ভূমিকা ও উদ্দেশ্য পরিষ্কার। মনোজ জারাঙ্গে এবং অন্যান্য বিক্ষোভকারীদের কাছে আমার আবেদন সরকারের প্রতি আস্থা রাখুন, এটি এমন একটি কাজ (মারাঠা সংরক্ষণ) যাতে কিছুটা সময় লাগবে। সরকারকে কিছু সময় দেওয়া উচিত। আমরা ফেব্রুয়ারিতে একটি বিশেষ অধিবেশন (মারাঠা সংরক্ষণের জন্য) করার প্রতিশ্রুতি দিয়েছি যার আগে অনগ্রসর শ্রেণী কমিশনের কাজ শেষ হবে। এই সরকার প্রতিশ্রুতি দেবে এবং পালন করবে। আমরা এই কাজটি আচরণবিধির মধ্যে সীমাবদ্ধ রাখব না। আমরা প্রকাশ্যে মনোজ জারাঙ্গে পাটিলকে সরকারের প্রতি আস্থা রাখতে অনুরোধ করছি"।