BIG BREAKING: মোদীর হয়ে প্রচার মুখ্যমন্ত্রীর, নিজের হাতেই আঁকলেন পদ্ম

কি করলেন মুখ্যমন্ত্রী?

author-image
Aniket
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: সামনেই লোকসভা ভোট। ইতিমধ্যেই লোকসভা ভোট উপলক্ষে প্রচার শুরু করেছে বিজেপি। দিকে দিকে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে বিজেপির নেতা ও কর্মীরা। এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরখপুরে লোকসভা নির্বাচনের জন্য 'দেওয়াল লিখন' প্রোগ্রাম অংশ নিয়েছেন। নিজের হাতে দলের প্রতীক পদ্ম এঁকেছেন তিনি।