ছুরিকাঘাতকাণ্ডে বিজেপি সরকারকে আক্রমণ ভূপেশ বাঘেলের

পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-11 10.46.33 PM

নিজস্ব সংবাদদাতা: রাজনন্দগাঁও-এ ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন।

তিনি অভিযোগ করেন, “রাজনন্দগাঁও-এ মাদকচক্রের কারণে গ্যাং ওয়ার শুরু হয়েছে। মাদক বিক্রেতাদের দুঃসাহস এতটাই বেড়ে গেছে যে তারা হামলা থেকে খুন পর্যন্ত করছে। এ সব কিছু পুলিশের মদতে ঘটছে। পুলিশি সুরক্ষা না থাকলে তাদের এতটা দুঃসাহস হতো না।”

বাঘেলের দাবি, রাজনন্দগাঁও এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে এবং গোটা ছত্তীসগড়ই মাদকের কেন্দ্র হয়ে উঠছে। তাঁর অভিযোগ, “সব কর্মকর্তা শুধু টাকা আদায় আর নেতাদের খুশি রাখার কাজেই ব্যস্ত। সাধারণ মানুষ চরম সমস্যার মধ্যে রয়েছে।”