জোড়া প্রশ্নের মুখে BJP

ফের প্রশ্নের মুখে ভারতীয় জনতা পার্টি (BJP)। বিজেপির উদ্দেশ্যে জোড়া প্রশ্ন রেখেছেন ছত্তিশগড়ের (Chattishgarh) মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল (Bhupesh Baghel)।

author-image
Pritam Santra
New Update
bhupesh baghel

নিজস্ব সংবাদদাতাঃ ফের প্রশ্নের মুখে ভারতীয় জনতা পার্টি (BJP)। বিজেপির উদ্দেশ্যে জোড়া প্রশ্ন রেখেছেন ছত্তিশগড়ের (Chattishgarh) মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল (Bhupesh Baghel)।  গেরুয়া শিবিরের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন, "গুডসা উসেন্দি আত্মসমর্পণ করলে এনআইএ আদালত তার জবানবন্দি নেওয়ার নির্দেশ দেয়। তার পরেও এনআইএ কেন বিবৃতি নেয়নি?" একই সঙ্গে তিনি জিজ্ঞাসা করেছেন, "গণপতি এবং গুডসা উসেন্দি নকশালদের পদ, নাম নয়। গণপতি কি আত্মসমর্পণ করেছেন? ওই ব্যক্তির নাম কী? যদি তাই হয়, তাহলে কোথায় আত্মসমর্পণ করলেন? নকশাল নীতির আওতায় তাঁকে সুবিধা দেওয়া হয়েছে কি না?"