ভূপেশ বাঘেলের বাড়িতে ইডির হানা, রাগে ফুঁসছে কংগ্রেস

এবার ভূপেশ বাঘেল নিশানায় চলে এসেছেন বলে দাবি করছে হাত শিবির।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Bhupesh Baghelq1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাসভবনে ইডির অভিযান। যা নিয়ে নতুন করে তোলপাড় রাজ্য-রাজনীতি। অনেকেই বিজেপির ইডি ফর্মূলাকে তুলে আনছেন এক্ষেত্রে। ছত্তিশগড়ে বিজেপি সরকার গড়ে উঠতেই ভূপেশ বাঘেল নিশানায় চলে এসেছেন বলে দাবি করছে হাত শিবির।

এদিন এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর বলেন, “আমরা সকলেই জানি যে ইডি প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পোষা কুকুর হয়ে উঠেছে। তারা এই কুকুরটিকে যেখানে খুশি পাঠাতে পারে। ভূপেশ বাঘেল কংগ্রেসের একজন শক্তিশালী নেতা এবং তিনি এই লড়াই চালিয়ে যাচ্ছেন। কংগ্রেস দল এবং ছত্তিশগড়ের মানুষ তার সাথে দাঁড়িয়ে আছে। আমরা সকলেই জানি যে বিজেপি এবং আরএসএস দ্বারা নির্মিত এই জাল আখ্যানগুলি একটা সময় পরাজিত হবেই”।

Manickam Tagorew1.jpg