৩ রাজ্যে নিরঙ্কুশ জয় বিজেপির, মোদীকে বিশেষ সম্মান দলের

আজ অভিনবভাবে স্বাগত জানানো হল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। চমকে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী বলে খবর।

author-image
SWETA MITRA
New Update
bjp modi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিধানসভা ভোটে ৩ রাজ্যে বিজেপির জয়জয়কার হয়েছে। আর এই নিয়ে এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) বিশেষভাবে সম্মানিত করা হল। ‘মোদী মোদী’ ধ্বনিতে মুখরিত হয়ে গেল চারিপাশ। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপির নিরঙ্কুশ বিজয়ের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সাংসদরা। আজকের বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, বিজেপি মন্ত্রী ও সাংসদরা। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে পৌঁছলে সাংসদরা হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান।এদিন তিন রাজ্যে বিজেপির জয়ের পর দিল্লিতে সংসদীয় দলের বৈঠকে 'মোদীজি কা স্বাগত হ্যায়' স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান ভারতীয় জনতা পার্টির সাংসদরা। আজ বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা।