BJP শাসিত রাজ্যে রাহুলের 'ন্যায় যাত্রা', লোকসভার আগে বড় চমক

বুধবার ভারত জোড়ো ন্যায় যাত্রার অংশ হিসাবে নাগাল্যান্ডের মোকোকচুং শহরে একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগা রাজনৈতিক সমস্যার সমাধান খুঁজতে গত নয় বছরে কিছুই করেননি।

author-image
SWETA MITRA
New Update
bharat jodoss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ পঞ্চম দিনে পা দিল রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra)। রাহুল গান্ধীর নেতৃত্বে ১৪ জানুয়ারি মণিপুর থেকে শুরু হওয়া কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা আজ অসম (Assam) থেকে শুরু হল। আসন্ন লোকসভা নির্বাচনের আগে শুরু হওয়া ভারত জোড়ো ন্যায় যাত্রার বিশেষ নজর রয়েছে অসমের উপর। অসমে এই যাত্রা চলবে আট দিন। রাহুল গান্ধী আসামের শিবসাগর জেলার আমগুড়ি এবং যোরহাট জেলার মারিয়ানি এলাকায় দুটি জনসভা করবেন।