/anm-bengali/media/media_files/nNq2wtcFMreu1iS2OZc6.jpg)
নিজস্ব সংবাদদাতা : গতকাল রাজস্থান বিধানসভায় পাস হয়েছে জোরপূর্বক ধর্মান্তর বিরোধী একটি আইন। আর এবার এই বিষয়ে কথা বলতে গিয়েই কংগ্রেসকে বেনজির আক্রমণ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তিনি বলেন,''গতকাল আমাদের সরকার জোরপূর্বক ধর্মান্তরের বিরুদ্ধে একটি কঠোর আইন এনেছে, যা ইতিমধ্যেই বিধানসভায় পাস হয়েছে। মূলত কংগ্রেসের তোষণ নীতির কারণেই এই অবৈধ ধর্মান্তরে জড়িত চক্রগুলি এতদিন সক্রিয় ছিল। এই আইনটি প্রণয়নের ফলে তাদের কার্যকলাপ বন্ধ হবে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/0UBv4dvEWKFvUGo6fJaX.jpg)
এরপর লাভ জিহাদ প্রসঙ্গে তিনি বলেন,''পূর্ববর্তী সরকারের আমলে 'লাভ জিহাদ' একটি বড় সমস্যায় পরিণত হয়েছিল এবং এতে সাইবার ক্রাইমও জড়িত ছিল। এসব আর চলবে না। হয় তারা তাদের এইসব কাজ বন্ধ করুক, নয়তো তাদের জন্য জেলের দরজা অপেক্ষা করছে।''
#WATCH | Jaipur | Rajasthan CM Bhajanlal Sharma says, "... Yesterday, our government brought a strict law against forced conversion, which was passed by the assembly... These people have always done appeasement... Due to the appeasement policies of Congress, gangs involved in… pic.twitter.com/gp5FIxUxJR
— ANI (@ANI) September 10, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us