/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে আরসিবির বিজয় উল্লাস চলাকালীন পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় বড় সিদ্ধান্ত নিল কর্ণাটক সরকার। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) এবং গঠিত হবে বিশেষ তদন্ত দল (SIT)।
ঘটনার প্রসঙ্গে কর্ণাটক সরকার হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে। তাতে জানানো হয়েছে - কাবন পার্ক থানায় FIR দায়ের হয়েছে অপরাধ নং 123/2025-এর অধীনে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর ধারা 105, 125(1)(2), 132, 121/1, 190 সহ 3(5) অনুযায়ী মামলা রুজু হয়েছে। তদন্ত এখন সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে এবং SIT গঠনের নির্দেশ দেওওয়া হয়েছে।
সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়েও তদন্তের নির্দেশ দিয়েছে। বেঙ্গালুরু সিটি ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/2025/06/04/SC1E002fgXIvMF0etqU8.png)
যা জানা যাচ্ছে, পদপিষ্টের ঘটনায় দায়ী হিসেবে FIR দায়ের হয়েছে - আরসিবি (ফ্র্যাঞ্চাইজি), কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA), ডিএনএ নেটওয়ার্কস ও অন্যান্য আয়োজক সংস্থার বিরুদ্ধে। আর এবার এঁদের বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগে তদন্তে নামছে সিআইডি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us