“জিএসটি সংস্কারের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে, আশাবাদী পীযূষ গয়াল”

পীযূষ গয়াল আশাবাদী।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-04 10.17.28 PM

File Picture

নিজস্ব সংবাদদাতা: জিএসটি সংস্কারের বাস্তবায়ন নিয়ে আশাবাদী মত প্রকাশ করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল। তিনি জানান, শিল্প জগতের সব স্তর—বড় থেকে ছোট—সরকারকে আশ্বাস দিয়েছে যে সংস্কারের ফলে প্রাপ্ত সমস্ত সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

মন্ত্রী বলেন, “আমরা প্রত্যেকের কাছ থেকেই অঙ্গীকার পেয়েছি যে সুফল জনগণই পাবে। মোদী সরকার সর্বদা স্টেকহোল্ডারদের বিশ্বাস করে, যেমন ভারতবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাস করে। আমি নিশ্চিত শিল্পক্ষেত্র আমাদের প্রত্যাশা পূরণ করবে।”

গয়াল আরও জানান, এর জন্য পর্যবেক্ষণ ব্যবস্থাও চালু রয়েছে। ভোক্তা বিষয়ক দফতর ও অর্থ মন্ত্রক পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। তাঁর মতে, শিল্পক্ষেত্রের পক্ষেও এটি লাভজনক, কারণ কম করহার চাহিদা বাড়াবে, ব্যবসা সম্প্রসারণ করবে এবং উৎপাদনে স্কেলের সুবিধা এনে দেবে।