তেলেঙ্গানা নির্বাচন, ঠিক হয়ে গেল মুখ্যমন্ত্রীর নাম

তেলেঙ্গানা নির্বাচনের মাঝেই ঠিক হয়ে গেল মুখ্যমন্ত্রী কে হবেন সেই বিষয়টি।

New Update
G.N. Rao.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন, শেষ রাজ্য হলেও হাইভোল্টেজ রাজ্য সকল দলের কাছে। জয় নিয়ে আশাবাদী প্রত্যেকেই। ক্ষমতায় এতোদিন ছিল বিআরএস, যার প্রধান কে চন্দ্রশেখর রাও এবং যার বর্তমান ঠিকানা সংশোধনাগার। স্বাভাবিক ভাবেই এতো বড় বিপর্যয়কে নিজেদের এক্স ফ্যাক্টর করতে মরিয়া কংগ্রেস-বিজেপি উভয় দলই। এরকম টানটান মহলের মধ্যেই যেন ঠিক হয়ে গেল মুখ্যমন্ত্রী কে হবেন সেই বিষয়টি।

এদিন তেলেঙ্গানার কংগ্রেস সভাপতি রেভান্থ রেড্ডিকে ভোটদানের পর জিজ্ঞেস করা হয়, ‘কংগ্রেস ক্ষমতায় এলে তিনি মুখ্যমন্ত্রী হবেন কিনা?’ সেই প্রশ্নের উত্তরে রেড্ডি জানান, "৮৫ জন বিধায়ক আছে, প্রত্যেকেই মুখ্যমন্ত্রী পদের জন্য যোগ্য। এটির একটি প্রক্রিয়া আছে। দল যাকে ভরসা করবে, তাঁর কাঁধেই দায়িত্ব দেবে”।

 

hiren