আহমেদাবাদ সায়েন্স সিটিতে ‘বিভার মুন’ উদযাপন, চাঁদের পূর্ণিমা দেখতে দর্শনার্থীদের ভিড়

“আজকের পূর্ণিমা বা ‘বিভার মুন’ এক বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা— পর্যবেক্ষণ চলছে মানমন্দিরে,” জানালেন কিউরেটর ন্যান্সি জৈন।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-05 11.31.10 PM

নিজস্ব সংবাদদাতা: গুজরাটের আহমেদাবাদ সায়েন্স সিটিতে আজ পালিত হলো এক বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক মুহূর্ত— ‘বিভার মুন’।

বিজ্ঞান নগরের অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্স গ্যালারির কিউরেটর ন্যান্সি জৈন জানান, “আজ আমরা এখানে এক গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে উপলক্ষ করে একত্র হয়েছি, যার নাম বিভার মুন। আজ পূর্ণিমা, আর আজ রাতের চাঁদ অত্যন্ত উজ্জ্বল ও বড় আকারের।”