/anm-bengali/media/media_files/ml6F5kDUSDVrihZffk7O.jpg)
নিজস্ব সংবাদদাতা : ভিড়ে ঠাসা ট্রেন। অফিস টাইমে তিল ধারণেরও জায়গা থাকে না। তার ওপর সকলেই যে প্রান্তিক স্টেশন থেকে ট্রেনে ওঠেন তাও নয়। মাঝের স্টেশনগুলি থেকে ট্রেনে উঠলে বসার জায়গা তো দূর, কখনও কখনও ট্রেনের গেট পেরিয়ে ভেতরে ঢোকার পরিস্থিতিও থাকে না। ফলে ব্যস্ত সময়ে ট্রেনের রডটা কোনোরকম ধরে গেটের সামনে স্বল্প জায়গায় দাঁড়িয়েই যাত্রা করেন অনেকে। কেউ বা আবার যাত্রা করেন ভুল জায়গায় পা রেখে। কিন্তু জানেন কি, এতে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছেন। হতে পারে ঘোর বিপদ? এমনকি প্রাণহানির সম্ভাবনা পর্যন্ত থাকে। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিত্যদিন যে দুর্ঘটনা ঘটে তা তুলে ধরে যেমন সাবধানতা অবলম্বন করতে বলে আরপিএফ, ঠিক সেই ভাবেই ট্রেনে ঝুলে ঝুলে যাত্রা না করার জন্যও করেছে সাবধান। দেখুন ভিডিও।
Have a safe journey!
— RPF INDIA (@RPF_INDIA) May 27, 2023
Hanging on train doors is dangerous and not worth the risk. Please prioritize your safety and wait for the next train. #BeResponsible#BeSafepic.twitter.com/3jboEPqYVN
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us