ট্রেনে ঝুলছেন? সাবধান হন এখনই

ট্রেনে ওঠার জায়গা নেই? হাতে সময় কম? রড ধরে কোনোরকম উঠেছেন? দেখুন ভিডিও। সাবধান হন এখনই।

author-image
Pallabi Sanyal
New Update
2

নিজস্ব সংবাদদাতা : ভিড়ে ঠাসা ট্রেন। অফিস টাইমে তিল ধারণেরও জায়গা থাকে না। তার ওপর সকলেই যে প্রান্তিক স্টেশন থেকে ট্রেনে ওঠেন তাও নয়। মাঝের স্টেশনগুলি থেকে ট্রেনে উঠলে বসার জায়গা তো দূর, কখনও কখনও ট্রেনের গেট পেরিয়ে ভেতরে ঢোকার পরিস্থিতিও থাকে না। ফলে ব্যস্ত সময়ে ট্রেনের রডটা কোনোরকম ধরে গেটের সামনে স্বল্প জায়গায় দাঁড়িয়েই যাত্রা করেন অনেকে।  কেউ বা আবার যাত্রা করেন ভুল জায়গায় পা রেখে। কিন্তু জানেন কি, এতে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছেন। হতে পারে ঘোর বিপদ? এমনকি প্রাণহানির সম্ভাবনা পর্যন্ত থাকে। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিত্যদিন যে দুর্ঘটনা ঘটে তা তুলে ধরে যেমন সাবধানতা অবলম্বন করতে বলে আরপিএফ, ঠিক সেই ভাবেই ট্রেনে ঝুলে ঝুলে যাত্রা না করার জন্যও করেছে সাবধান। দেখুন ভিডিও।