/anm-bengali/media/media_files/HweVrpQVY9SSX2ONBpzs.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার পাকিস্তানের দুই ক্রিকেটার হ্যারিস রউফ ও সাহেবজাদা ফারহানের 'উসকানিমূলক অঙ্গভঙ্গি'-র বিরুদ্ধে,আইসিসি (ICC)-তে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)।
গত রবিবার দুবাইয়ে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের সময় হ্যারিস রউফ এবং সাহেবজাদা ফারহান বেশ কয়েকটি বিতর্কিত অঙ্গভঙ্গি করেন। এর মধ্যে হ্যারিস রউফ ভারতীয় সমর্থকদের "কোহলি, কোহলি" স্লোগানের জবাবে বিমান ভূপাতিত করার অঙ্গভঙ্গি করেন এবং '৬-০' দেখিয়ে ভারতীয় সমর্থকদের প্রতি বিদ্রুপ করেন। আবার ওই একই ম্যাচে সাহেবজাদা ফারহান তার অর্ধশতক পূর্ণ করার পর তার ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গি করেন। এই দুটি ঘটনাই ভারতজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/21/indian-cricket-team-2025-09-21-22-17-39.jpg)
বিসিসিআই (BCCI)-এর পক্ষ থেকে এই ঘটনাগুলির ভিডিও প্রমাণ সহ আইসিসি (ICC)-তে অভিযোগ জমা দেওয়া হয়েছে। যদি অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করে, তবে তাদের আইসিসি এলিট প্যানেল রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজির হতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us