BREAKING: জিতেও শান্তি নেই বিরাটের ! আরসিবি (RCB)-কে নোটিস ধরালো বিসিসিআই (BCCI)

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
ss

নিজস্ব সংবাদদাতা : গত ৪ জুন বেঙ্গালুরুতে আরসিবির (RCB) বিজয় উৎসব উদযাপনের সময়, নিরাপত্তা বিধি লঙ্ঘন ও চরম গাফিলতির অভিযোগ সংক্রান্ত বিষয়ে, এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে তাদের বক্তব্য জমা দিতে বললেন, বিসিসিআই (BCCI)-এর ওম্বাডসম্যান বিচারপতি অরুণ মিশ্র (অবসরপ্রাপ্ত)। এই বিষয়ে ওম্বাডসম্যান জানিয়েছেন, ''অভিযোগগুলির প্রাথমিক গুরুত্ব বিবেচনা করে উভয় পক্ষকেই লিখিত জবাব দিতে হবে। এরপরই বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।'' বিস্তারিত তদন্তের জন্য আরসিবি (RCB) ও কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন বলে বিসিসিআই (BCCI) কর্তৃপক্ষ জানিয়েছে।

Gu2nJFfWAAA4WUW
JUSTICE