BREAKING: ওয়াকফ ইস্যুতে ফৌজদারি মামলা খারিজ করলো কর্ণাটক হাই কোর্ট ! বড় স্বস্তি পেলেন বাসবরাজ বোমাই

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : এবার  ওয়াকফ বোর্ড এবং কর্নাটক সরকারের বিরুদ্ধে, এক প্রতিবাদ সভায় “আপত্তিকর মন্তব্য” করার অভিযোগে দায়ের হওয়া ফৌজদারি মামলা থেকে বড় রকমের স্বস্তি পেলেন, লোকসভা সাংসদ ও কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই। আজ এই মামলা খারিজ করে দিয়েছে কর্ণাটক হাই কোর্ট। বোমাই অভিযোগ করেছিলেন যে কর্ণাটক সরকার ওয়াকফ বোর্ডের মদতে কৃষক ও মন্দিরের জমি “দখল” করেছে। আজ কর্ণাটক হাইকোর্ট বোমাইয়ের এই যুক্তি মেনে নিয়ে, এই মামলা বাতিল করে দেয়। এই সিদ্ধান্তে বোমাই এক বড় রকমের স্বস্তি পেলেন বলে রাজনৈতিক মহল মনে করছে।

basavaraj jk.jpg