তৃণমূলের আচরণ গণতন্ত্রের লজ্জা ! এবার গর্জে উঠলেন বাঁশুরি স্বরাজ

কি বললেন বাঁশুরি স্বরাজ ?

author-image
Debjit Biswas
New Update
3f9rrnv4_bansuri-swaraj_625x300_02_March_24

নিজস্ব সংবাদদাতা : আজ লোকসভায় সংবিধান বিলের কপি ছেঁড়া এবং তা ছুঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে, তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদদের তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ। তিনি এই ঘটনাকে 'গণতন্ত্রের জন্য লজ্জাজনক' বলে উল্লেখ করেছেন। এই বিষয়ে বাঁশুরি স্বরাজ বলেন, "সংসদে তৃণমূল সাংসদদের এই অসভ্যতা নিন্দনীয়। বিশেষ করে তৃণমূলের মহিলা সাংসদরা যেভাবে বিলের কপি ছিঁড়ে ফেলেছেন, তা আজ গণতন্ত্রকে চরম লজ্জায় ফেলেছে।"

456675-pti06272024000172b

তিনি আরও বলেন, "আজ ওরা ভারতীয় ভোটার, ভারতীয় সংবিধান এবং ভারতীয় গণতন্ত্রকে অপমান করেছেন। বিজেপি এই অসভ্যতার তীব্র নিন্দা করছে।"