New Update
/anm-bengali/media/media_files/gslN04ydozcj9AtkUHfH.jpg)
নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুরে ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এবার মমতা ব্যানার্জির সরকারকে তোপ দাগলেন বিজেপি নেত্রী বাঁশুরি স্বরাজ। তিনি বলেন,''এটা খুবই দুর্ভাগ্যজনক যে আজ মা দুর্গার বাংলায় নারীরা অসুরক্ষিত। আবার অপরদিকে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় নানান অসংবেদনশীল মন্তব্য করছেন। আসলে তিনি ধর্ষণের শিকার হওয়া মেয়েটির ওপরই দোষ চাপাচ্ছেন। ওনার এই ধরনের মন্তব্য আসলে তৃণমূল কংগ্রেসের 'রক্ষণশীল মানসিকতা'-কেই প্রতিফলিত করে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/s7AAOK5UPw7BGYqc3TNz.jpg)
এরপর তিনি আরও বলেন,''মমতা ব্যানার্জি শুধু মুখ্যমন্ত্রী নন,তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে। এর অর্থ হল পুরো রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব তাঁর। মুখ্যমন্ত্রীর এমন একটি পরিবেশ তৈরি করা উচিত যেখানে মেয়েরা দিন বা রাত নির্বিশেষে নিরাপদে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারে।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us