প্রতিবারই বাড়ছে জাঁকজমক ! মা কালকা শোভা যাত্রা নিয়ে বড় মন্তব্য করলেন বাঁশুরি স্বরাজ

কি বললেন বাঁশুরি স্বরাজ।

author-image
Debjit Biswas
New Update
3f9rrnv4_bansuri-swaraj_625x300_02_March_24

নিজস্ব সংবাদদাতা : এবার মা কালকা শোভা যাত্রা নিয়ে এক বড় মন্তব্য করলেন বিজেপি নেত্রী বাঁশুরি স্বরাজ। তিনি বলেন,''কালকা মায়ের আশীর্বাদে প্রতি বছরই মালবিয়া নগরে এই বিশাল শোভা যাত্রা আয়োজিত হয় এবং প্রতিবারই এর জাঁকজমক বাড়তেই থাকে।"

bansuri swraj .jpg

এরপর তিনি বলেন,''এই শোভা যাত্রা মালবিয়া নগরের ধর্মীয় ও সামাজিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা বিপুল উৎসাহ এবং ভক্তি নিয়ে এই শোভা যাত্রায় অংশ নেন।''