/anm-bengali/media/media_files/2025/07/29/498456-modi-ls-speech-2025-07-29-18-38-24.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: লোকসভার শীতকালীন অধিবেশনে ‘বন্দে মাতরম্’ নিয়ে আলোচনার সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। ভাষণ দেওয়ার সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। এই সম্বোধনে আপত্তি জানান দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “অন্তত বঙ্কিমবাবু বলুন”।
আপত্তির পর তাৎক্ষণিকভাবে নিজের বক্তব্য সংশোধন করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি ‘বঙ্কিমবাবু’ বলে সম্বোধন করে সৌগত রায়কে ধন্যবাদ জানান এবং সৌজন্যমূলক ভঙ্গিতে তাঁকেও ‘দাদা’ বলে সম্বোধন করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/29/pm-modi-in-parliament-2025-07-29-20-42-51.jpg)
তবে বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, বাঙালির কাছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব, তাঁকে এভাবে সম্বোধন করা শোভন নয়। তাঁর দাবি, এই বিষয়টি নিয়ে রাজ্যে বহু মানুষ আপত্তি জানিয়েছেন।
পাশাপাশি, ‘বন্দে মাতরম্’ গানের কিছু স্তবক বাদ পড়া নিয়েও কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, গান্ধীজি এই গানকে জাতীয় সঙ্গীতের মতোই সম্মান দিয়েছিলেন, অথচ পরবর্তী কালে কংগ্রেস এর মর্যাদা নষ্ট করেছে।
এই ইস্যুতে এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us