/anm-bengali/media/media_files/2024/12/04/7E4Mxp8zaoya9reB7Bjh.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের পরিস্থিতি প্রত্যেকটা দিন খারাপ হচ্ছে। একটু একটু করে অগ্নিগর্ভ হয়ে উঠছে পরিস্থিতি। অথচ এখনও চুপ মোদি সরকার। ইতিমধ্যেই কলকাতা এবং আগরতলা থেকে দুই সিনিয়র কূটনীতিকদের বাংলাদেশে ডেকে নিয়েছে সেই দেশের সরকার, যা নিয়ে আরও জটিল হয়েছে পরিস্থিতি।
/anm-bengali/media/media_files/2024/12/05/I9rDiJf6GKIOxAbjm76t.webp)
এদিন বাংলাদেশ সরকার ভারত থেকে দুই সিনিয়র কূটনীতিককে প্রত্যাহার করার বিষয়ে, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিদেশ সচিব বাংলাদেশে যাচ্ছেন। আমি এটাও প্রস্তাব দিচ্ছি যে তিনি বাংলাদেশে পৌঁছানোর আগে মমতা ব্যানার্জির সাথে (পরিস্থিতি) আলোচনা করবেন কারণ এটি আমাদের প্রতিবেশী রাষ্ট্র। বর্তমান সরকারের হিন্দু বিরোধী মনোভাব এবং ধর্মনিরপেক্ষ শক্তির আমরা সম্পূর্ণ বিরোধিতা করি। আমরা শেষমেশ এটাই আশা করতে পারি যে, তারা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবে”।
#WATCH | Delhi | On Bangladesh government recalls two senior diplomats from India, TMC MP Sudip Bandyopadhyay says, "The External Affairs secretary is going to Bangladesh. I also propose that he discusses (situation) with Mamata Banerjee before reaching Bangladesh as it is our… pic.twitter.com/WFwncphOOX
— ANI (@ANI) December 6, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us