New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার পাঞ্জাবের ক্ষমতাসীন আম আদমি পার্টির মন্ত্রিসভায় ব্যাপক রদবদল ঘটল। জানা গিয়েছে, আজ বুধবার পাঞ্জাবের (Punjab) মন্ত্রী হিসেবে শপথ নিলেন বলকার সিং ও গুরমিত সিং খুদিয়ান। এদিন সকাল ১১টা নাগাদ চণ্ডীগড়ের রাজভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন বিধায়ক বলকার সিং ও গুরমিত সিং খুদিয়ান।সম্প্রতি রাজ্যের মন্ত্রী ডঃ ইন্দ্রবীর সিং নিজ্জার ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ পত্র জমা দেন। আর এরপরেই নতুন দুই মন্ত্রীর সম্প্রসারণ নিয়ে সিদ্ধান্ত নেয় সরকার। দেখুন ভিডিও…
#WATCH | Balkar Singh and Gurmeet Singh Khudian took oath as Punjab Ministers today, in Chandigarh. pic.twitter.com/4O70tNeCUN
— ANI (@ANI) May 31, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us