বালাসোর ছাত্রীর আত্মদাহ কাণ্ড: তদন্তে নামল ক্রাইম ব্রাঞ্চ

বালাসোর ছাত্রীর আত্মদাহ কাণ্ড।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-17 9.59.17 PM

File Picture

নিজস্ব সংবাদদাতা: বালাসোরে এক ছাত্রীর আত্মদাহের ঘটনার তদন্তে নামল ওড়িশা ক্রাইম ব্রাঞ্চ। বৃহস্পতিবার ক্রাইম ব্রাঞ্চের আইজি শাইনি এস জানান, "এই মামলার তদন্ত বর্তমানে ক্রাইম ব্রাঞ্চের নারী ও শিশু নির্যাতন দমন শাখা গ্রহণ করেছে। আমরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে এই ঘটনা তদন্ত করব।" ছাত্রীর এই আত্মহত্যার ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ঘটনাটির পেছনে মানসিক চাপ ও নির্যাতনের সম্ভাবনা রয়েছে। এই পরিপ্রেক্ষিতে তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী সংস্থা।

আইজি শাইনি এস আশ্বাস দেন, কোনো দিক উপেক্ষা না করে, সব দিক খতিয়ে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে প্রয়োজনে ফরেনসিক ও ডিজিটাল প্রমাণও বিশ্লেষণ করা হবে বলে জানানো হয়েছে। রাজ্যের মানবাধিকার সংগঠন ও ছাত্র সংগঠনগুলিও নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি তুলেছে।