/anm-bengali/media/media_files/2025/07/17/screenshot-2025-07-17-917-pm-2025-07-17-21-59-40.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বালাসোরে এক ছাত্রীর আত্মদাহের ঘটনার তদন্তে নামল ওড়িশা ক্রাইম ব্রাঞ্চ। বৃহস্পতিবার ক্রাইম ব্রাঞ্চের আইজি শাইনি এস জানান, "এই মামলার তদন্ত বর্তমানে ক্রাইম ব্রাঞ্চের নারী ও শিশু নির্যাতন দমন শাখা গ্রহণ করেছে। আমরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে এই ঘটনা তদন্ত করব।" ছাত্রীর এই আত্মহত্যার ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ঘটনাটির পেছনে মানসিক চাপ ও নির্যাতনের সম্ভাবনা রয়েছে। এই পরিপ্রেক্ষিতে তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী সংস্থা।
/anm-bengali/media/post_attachments/0f0fe5cf-135.png)
আইজি শাইনি এস আশ্বাস দেন, কোনো দিক উপেক্ষা না করে, সব দিক খতিয়ে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে প্রয়োজনে ফরেনসিক ও ডিজিটাল প্রমাণও বিশ্লেষণ করা হবে বলে জানানো হয়েছে। রাজ্যের মানবাধিকার সংগঠন ও ছাত্র সংগঠনগুলিও নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি তুলেছে।
#WATCH | Balasore, Odisha: On Balasore student self-immolation case, Crime Branch IG Shyni S says, "Investigation of this case has been taken up by Crime against Women & Children under Crime Branch. We will investigate this case with utmost professionalism..." pic.twitter.com/PYgqkigVfZ
— ANI (@ANI) July 17, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us