জলের তলায় গেছে বেইলি ব্রিজ, ভয়ের রূপ নিয়েছে উত্তর সিকিম

ব্রিজ সংস্কারের কাজ চলছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
nyyu75632z

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। আর তাতেই বিরাট প্রভাব পড়েছে সিকিমে। উত্তর সিকিমের বিস্তৃর্ণ এলাকায় ভয়াল রূপ নিয়েছে তিস্তা। তিস্তা নদীর স্রোতের কারণে ফিডাং বেইলি ব্রিজ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গতকাল রাতেই। আর আজ সেই ব্রিজ সংস্কারের কাজ চলছে।

একজন স্থানীয় বাসিন্দা সেই প্রসঙ্গে বলেন, “জলের স্তর কমার আগে পর্যন্ত আমরা ফিডাং বেইলি ব্রিজের অবস্থা সম্পর্কে বলতে পারব না। সেতুটির অনেক ক্ষতি হয়েছে। এই সেতুটি আমাদের জীবনরেখা। আমরা কর্মকর্তাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব সেতুটি মেরামত করার অনুরোধ করছি”।