দেশের রিয়েল হিরোদের নিয়ে কুমন্তব্য, মানুষ কি মেনে নেবে?

জাত সম্পর্কিত মন্তব্য করা নিন্দনীয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
OPERATION_SINDOOR_17

File Picture

নিজস্ব সংবাদদাতা: সমাজবাদী পার্টির সাংসদ রাম গোপাল যাদবের উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং এয়ার মার্শাল একে ভারতী সম্পর্কে সাম্প্রতিক বক্তব্যে শোরগোল পড়েছে রাজ্য-রাজনীতিতে। এই বিষয়ে উত্তরপ্রদেশের মন্ত্রী বেবি রানি মৌর্য এদিন বলেন, “আমি কেবল বলতে চাই যে সোফিয়া কুরেশি হোক বা ব্যোমিকা সিং - তারা ভারতের কন্যা এবং রাম গোপাল যাদবের দ্বারা তাদের জাত সম্পর্কিত মন্তব্য করা নিন্দনীয়। জাত এবং ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করা ভালো চিন্তাভাবনা নয়। তারা কেবল রাজনৈতিকভাবে লাভবান হতে চায়। এই ধরনের রাজনীতি করে তারা দলিত ভোট পাবে না”।

Operation sindoor