অবশেষে মায়ের কোলে ফিরল সন্তান!

৫ ঘণ্টার চেষ্টায় অবশেষে মায়ের কোলে ফিরল সন্তান।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ন,ম্ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ বিহারের নালন্দা জেলার কুল গ্রামে বছর তিনেকের একটি শিশু খেলতে খেলতে আচমকাই পড়ে যায় কুয়োর মধ্যে। রবিবার দুপুরের ঘটনায় হাহাকার ওঠে গ্রামজুড়ে। ৪০ ফুট গভীর ওই কুয়ো থেকে শিশুটিকে উদ্ধার করতে মাঠে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। ৫ ঘণ্টা ধরে লাগাতার চেষ্টার পর অবশেষে উদ্ধার করা গিয়েছে ছেলেটিকে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা জানান, শিবম কুমার নামক ওই শিশু সম্পূর্ণ সুস্থ রয়েছে। ফাঁড়া কাটিয়ে মায়ের কোলে ফিরেছে ছেলে।

এই  বিষয়ে পেডিয়াট্রিক্স বিভাগের চিকিৎসক ডাঃ প্রশান্ত গৌরব বলেন, "শিশুটির অবস্থা এখন স্থিতিশীল। আমরা পরীক্ষা করেছি এবং প্রয়োজনীয় অক্সিজেন দিচ্ছি। শিশুটি প্রায় ৮-১০ ঘন্টা বোরওয়েলের ভিতরে ছিল। আমরা তদন্ত করেছি এবং রিপোর্টের অপেক্ষায় রয়েছি।"